Logo
Logo
×

খেলা

অবশেষে সোহাগকে বাফুফের চিঠি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অবশেষে সোহাগকে বাফুফের চিঠি

আবু নাঈম সোহাগ

অবশেষে দুর্নীতির দায়ে বহিষ্কৃত সাবেক বেতনভুক্ত সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে চিঠি দিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিন মাস আগে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আর্থিক কেলেঙ্কারির দায়ে আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদকের পদ থেকেও বহিষ্কার হন তিনি। একই সঙ্গে বাফুফের সব ধরনের কর্মকাণ্ড থেকেও সোহাগকে আজীবনের নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে ফিফা নিষেধাজ্ঞার ৫৮ দিন পর সোহাগকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় বাফুফে। অথচ বিষয়টি তার ১ মাস পর প্রকাশ্যে এসেছে।

যদিও নিষিদ্ধ হওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন আবু নাঈম সোহাগ। সেই সম্মেলনে বাফুফের আজীবন নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন উঠলে তিনি বলেছিলেন, আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না। সোহাগের এ মন্তব্যের পর ফেডারেশনের নির্বাহী কমিটির অনেক কর্মকর্তা চিঠি প্রদানে বিলম্ব হওয়া নিয়ে বিস্ময় প্রকাশ করেন। সেই সংবাদ সম্মেলনেরও এক মাস পর বাফুফে আনুষ্ঠানিকভাবে সোহাগকে চিঠি প্রদান করেছে। ২০০৫ সালে কম্পিটিশন ম্যানেজার হিসাবে ফেডারেশনে যোগ দিয়েছিলেন আবু নাইম সোহাগ। ২০১১-১৩ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন। এরপর ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত কয়েক মেয়াদে তার সঙ্গে সাধারণ সম্পাদকের চুক্তি নবায়ন করে ফেডারেশন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম