Logo
Logo
×

খেলা

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

চ্যাম্পিয়ন আবাহনী

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চ্যাম্পিয়ন আবাহনী

উদ্বোধনী জুটিতে এনামুল হক ও মোহাম্মদ নাঈম ১৪৫ রান তুলে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। সেই পথ মসৃণ হয় আফিফ হোসেনের ব্যাটে। এরপর জাকের আলী, মোসাদ্দেক হোসেন ও তানজিম হাসানের আবাহনীর শেষ হাসি। তানজিমের শেষ ছোঁয়ায় চার বল বাকি থাকতে চার উইকেটে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শিরোপা জিতল আবাহনী।

এ নিয়ে রেকর্ড ২২তম বার ঢাকা লিগে চ্যাম্পিয়ন হলো তারা।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শনিবার লিগের শেষদিনে অঘোষিত ফাইনালে রূপ নেওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শেখ জামাল সাত উইকেটে ২৮২ রান করে। আবাহনী জবাব দেয় ছয় উইকেটে ২৮৫ রান করে।

আবাহনীর দুই ওপেনার এনামুল হক ও মোহাম্মদ নাঈম ২৬.২ ওভারে ১৪৫ রান যোগ করেন। ৭৯ বলে নাঈম ৬৮, ৮১ বলে ৭২ রান করেন এনামুল। জাতীয় দল থেকে বাদ পড়া আফিফ ৫৩ বলে ৬০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। জাকের আলী (২৮ বলে ২১), অধিনায়ক মোসাদ্দেক হোসেন (২২ বলে ২২) ও তানজিম হাসানরা (৭ বলে ১২*) সঙ্গ দিয়েছেন আফিফকে।

এর আগে শেখ জামালের ইনিংসে অপরাজিত ৮৯ রান করেন অধিনায়ক নুরুল হাসান। ফিফটি পেয়েছেন তৈয়বুর রহমানও। ৫৩ রান করেন তিনি ৮৫ বলে। ভারতীয় অলরাউন্ডার পারভেজ রসুল ৩৭ বলে ৪২ ও জিয়াউর রহমান ১৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হলো আবাহনী। শেখ জামাল লিগ শেষ করেছে ২৬ পয়েন্ট নিয়ে।

সৌম্যর সেঞ্চুরি

বিকেএসপিতে সেঞ্চুরি পেয়েছেন মোহামেডানের সৌম্য সরকার। জিতেছে সাদা-কালোরা। লিজেন্ডস অব রূপগঞ্জের ২৯৮ রানের জবাবে এক বল ও চার উইকেট হাতে রেখে জয় পায় মোহামেডান। ইনিংস ওপেন করে সৌম্য ১১২ বলে করেন ১০২ রান। দিনের অপর ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৭৩ রানে হারায় প্রাইম ব্যাংক।

সংক্ষিপ্ত স্কোর

শেখ জামাল ও আবাহনী

শেখ জামাল ২৮২/৭, ৫০ ওভারে (ফজলে মাহমুদ ৪০, তৈয়বুর রহমান ৫৩, নুরুল হাসান ৮৯*, পারভেজ রসুল ৪২, জিয়াউর রহমান ২৯। তানভির ইসলাম

২/৬৮, তানজিম হাসান সাকিব ২/৭৮)।

আবাহনী ২৮৫/৬, ৪৯.২ ওভারে (এনামুল হক ৭২, মোহাম্মদ নাঈম ৬৮, জাকের আলী ২১, আফিফ হোসেন ৬০*, মোসাদ্দেক হোসেন ২২, তানজিম হাসান সাকিব ১২*। পারভেজ রসুল ২/৫১, তৈয়বুর রহমান ২/৩৭)।

ফল : আবাহনী

৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য

ম্যাচ : আফিফ

হোসেন (আবাহনী)।

লিজেন্ডস অব রূপগঞ্জ ও মোহামেডান

লিজেন্ডস অব রূপগঞ্জ ২৯৮/৭, ৫০ ওভারে (ফরহাদ হোসেন ৪৪, সাব্বির রহমান ৮২, ইরফান শুক্কুর

৭৮*, চিরাগ জানি ৩৩।

আবু জায়েদ ৩/৬৬)।

মোহামেডান ৩০০/৬, ৪৯.৫ ওভারে (সৌম্য সরকার ১০২, রুবেল মিয়া

৮৭, মাহমুদউল্লাহ ৬১*।

মুক্তার আলী ২/৬৪)।

ফল : মোহামেডান ৪ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : সৌম্য

সরকার (মোহামেডান)।

প্রাইম ব্যাংক ও গাজী গ্রুপ

প্রাইম ব্যাংক ২৫২/৯, ৫০ ওভারে (জাকির হাসান ৪৩, মোহাম্মদ মিঠুন ৫৭। সুমন খান ৪/৪৫)।

গাজী গ্রুপ ১৭৯/১০, ৪৩.১ ওভারে (ফরহাদ হোসেন ৩১, আসাদউল্লাহ আল গালিব ২৬, মোহাম্মদ এনামুল ৩১। কাশিফ

ভাট্টি ৪/৪১)।

ফল : প্রাইম ব্যাংক

৭৩ রাতে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ : কাশিফ

ভাট্টি (প্রাইম ব্যাংক)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম