শেষ রাউন্ডেই নিষ্পত্তি হচ্ছে শিরোপার। বুধবার সুপারলিগের চতুর্থ রাউন্ডে গাজী গ্রুপের কাছে আবাহনী হেরে যাওয়ায় এবং লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে শেখ জামাল জেতায় জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। বিকেএসপির তিন নম্বর মাঠে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে আবাহনীকে ছয় উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। ফতুল্লায় বৃষ্টি-আইনে রূপগঞ্জকে ৫৯ রানে হারায় বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল।
শেষ রাউন্ডের আগে দুদলেরই পয়েন্ট সমান ২৬। নিয়মরক্ষার ম্যাচে প্রাইম ব্যাংকের কাছে উড়ে গেছে মোহামেডান। ঢাকা লিগের সবচেয়ে সফল দল আবাহনী ও শেখ জামালের শেষ রাউন্ডের ম্যাচ অলিখিত ফাইনালে পরিণত হয়েছে। সমান ১৫ ম্যাচে দুদলেরই পয়েন্টও সমান ২৬। তবে প্রথম মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় এগিয়ে রয়েছে শেখ জামাল। শনিবার মিরপুর স্টেডিয়ামে আবাহনী ও শেখ জামাল মুখোমুখি হবে।
আবাহনীর মোহাম্মদ নাঈম রেকর্ড নবম হাফ সেঞ্চুরি করলেন। নামা আবাহনীর একমাত্র নাঈম হাফ সেঞ্চুরি (৬১) করেন। আবাহনী অলআউট হয় ২৪৬ রানে। জবাবে এসএম মেহরব (৫২) ও আবদুল্লাহ আল গালিবের (৮৫*) ব্যাটিংয়ে গাজী গ্রুপ চার উইকেটে ২১৫ রান করলে বৃষ্টি শুরু হয়। এরপর আর খেলা না হওয়ায় সেঞ্চুরি মিস করেন আবদুল্লাহ।
বৃষ্টি-আইনে তার দল ম্যাচ জেতে ছয় উইকেটে। ফতুল্লায় প্রথম ব্যাট করে সৈকত আলীর সেঞ্চুরি (১০৮) এবং নুরুল হাসান (৬২), জিয়াউর রহমান (৬৪*) ও পারভেজ রসুলের (৫১*) ব্যাটে পাঁচ উইকেটে ৩৫০ রানের পাহাড় গড়ে শেখ জামাল। পারভেজ ২৫ বলে করেন ৫১* রান। শেখ জামালের ব্যাটাররা ১৪টি ছক্কা হাঁকান। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইরফান শুক্কুরের সেঞ্চুরি (১০০*) ও পারভেজ রসুলের হাফ সেঞ্চুরিতে (৬৩) সাত উইকেটে ৪৬.১ ওভারে ২৫৫ রান করে রূপগঞ্জ।
এরপর বৃষ্টি শুরু হয়। পরে আর খেলা না হওয়ায় বৃষ্টি-আইনে ৫৯ রানে জয়ী হয় শেখ জামাল। মোহামেডান আরেকটি হতাশার হার দেখল। প্রথমে ব্যাট করে তারা মাত্র ১০৯ রানে অলআউট হয়। প্রাইম ব্যাংকের কাশিফ ভাট্টি চারটি ও রেজাউর রহমান তিন উইকেট নেন। জবাবে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রাইম ব্যাংক।