বৃষ্টির বাধায় এক পয়েন্ট মেয়েদের
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রথম বলেই উইকেট জাহানারা আলমের। স্কোর বোর্ডে কোনো রান জমা করার আগেই উইকেট হারায় শ্রীলংকা নারী দল। এরপর নাহিদা আক্তারের ঘূর্ণিতে ৩৭ ওভারের মধ্যে ১৫২ রান তুলতেই ছয় উইকেট নেই হয়ে যায় স্বাগতিকদের। শনিবার কলম্বোয় প্রথম ওডিআইয়ের সেখানেই সমাপ্তি ঘটে বৃষ্টির বাধায়। পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় দুদলকে।
উইমেন’স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের প্রথম ম্যাচ থেকে বৃষ্টির সৌজন্যে এক পয়েন্ট পেল বাংলাদেশ। নিউজিল্যান্ড সফরে সবশেষ দুই ম্যাচও বৃষ্টির পেটে চলে যায়। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। সাত ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পরের স্থানে শ্রীলংকা। টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিক দলের ওপেনার হার্ষিথা সামারাবিক্রমাকে প্রথম বলেই তুলে নেন জাহানারা। আরেক ওপেনার ভিশ্মি গুনারত্নেও বেশিদূর যেতে পারেননি। তাকে ফেরান নাহিদা।
তৃতীয় উইকেটে অধিনায়ক চামারি আতাপাত্তু ও আইমেশা দুলানি খানিকটা সামাল দেন। ৩৭ বলে আট চার ও দুই ছক্কায় ৪৭ রান করা চামিরাকে ফেরান নাহিদা। একশর আগেই পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা। প্রাসাদানি ভিরাক্কোডিকে ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক উইকেট পান সুলতানা খাতুন। কাভিশা ৩০* ও ওশাদি ১৪*। নাহিদা ২৪ রানে তিন উইকেট নেন। একই ভেন্যুতে মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ওয়ানডে।