Logo
Logo
×

একুশের বিশেষ আয়োজন

বরফের আত্মকথা

Icon

আসিফ নূর

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমি তো শুভশুভ্র বরফখণ্ড এক-

আমার কাঠিন্য খুব ক্ষণস্থায়ী, বন্ধু।

তোমার আঙুলডগার আলতো উত্তাপ পেলে

পলকেই গলে যাবো মোমের আগে, নতুবা

দুচোখের মার্বেল ভেঙে গড়াবো অশ্রুঝরনা।

তোমার ঠোঁটের গুহায় জ্বলে যদি আফিম-আগুন,

বাউরি বাষ্প হয়ে উড়াল দেবো আসমানি জলসায়;

আবার তোমাকে শীতল করতেই যে কোনও মুহূর্তে

বজ্রের ইশারায় বাউল বাতাসের হাত ধরে

ফিরে আসব ঠিক অবিশ্রান্ত বৃষ্টির নামতায়।

আমি সেই অমলিন কোমলপরান তুষারপ্রেমিক-

ভিতরে থরে বিথরে হাসিকান্নার বাষ্প আর জল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম