বামন সূর্যের দেশে
আহমেদ বাসার
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তোমাদের উল্লাসের ভাষা বারুদের গন্ধে ঠাসা
আতশবাজির হল্লায় যখন মাতোয়ারা লোক
নিহত পাখির জন্য তখন পাখিমায়ের শোক
গাছে গাছে কী করুণ বাজে মর্সিয়া
রক্তাক্ত পালক ভাসে নর্তকি হাওয়ায়
বিকট শব্দ যখন তোমাদের আকাশ কাঁপায়
মা পাখির আর্তনাদ শুনতে কি পাও?
তোমাদের বিকট আহ্লাদ কারও কাছে মৃত্যুফাঁদ
বামন সূর্যের দেশে জাগবে কি মানবিক চাঁদ?