Logo
Logo
×

একুশের বিশেষ আয়োজন

প্রভাতফেরির ক্যালিগ্রাফি

Icon

মুমির সরকার

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

না, পায়ে হেঁটে নয়। ফাল্গুন চুমি-

আগুন-রাঙা এক ভোর,

আঁকাবাঁকা আর উত্তোল শুশুক-পিঠে

মহানন্দায় নেমে আসে!

মহানন্দা, অতঃপর বসন্তের ঢাল বেয়ে

তীরঘেঁষা সিকস্তির স্পষ্ট গোবাক্ষ ধরে

বর্ধিষ্ণু প্রামাণিক পাড়ার বাঁক পেরিয়ে

পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া-রক্তরাগ ফুলে

নেমে আসে আরও কিছুদূর;

জলদেহে রং বদলায় ভোর।

মায়ের মুখের বুলির মরমে ও অহমে,

গোটা চল্লিশেক তরতাজা খুনে আঁকা বর্ণমালা :

লাঙল-জোয়াল-বৈঠা-জালে-তাবৎ শ্রমে-ঘামে

বাউল-বোষ্টমি-গাঁদা-রঙ শরীরে শুষে

রাখালিয়া বাঁশির বসন্ত-বিলাপ-রাগে

প্রভাতফেরির ক্যালিগ্রাফি: কতশত নগ্ন পা

পূর্ব হতে পশ্চিম ও উত্তর হতে দক্ষিণ-

সারা বাংলার অমর একুশের বেদিমূলে, যেন মহানন্দার-ই ঢল নামে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম