আবার ফিরবে কবি
রেজাউদ্দিন স্টালিন
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আবার ফিরবে কবি কপোতাক্ষ তীরে,
নদীপথ নষ্ট দেখে অভিমান হবে।
সাগরদাঁড়ির বুকে ক্ষীণস্রোত ধীরে,
বেদনার বঙ্গভাষা পড়ছে নীরবে।
মধুসূদনের পিতা রাজনারায়ণ,
এখনো ক্রোধের কষ্টে নিরাপোষ নদী।
পুত্রশোকে অগ্নিদাহ মাতা বৃন্দাবন,
মা জানেন কপোতাক্ষ হবে বিষ্ণুপদী।
কবির নির্দেশ মতো দাঁড়িয়েছে যত
অক্ষর বাহিনী আর বীর ভক্তদল।
অনন্ত সময়ব্যাপী থাাকবে আনত,
অর্ঘ্য প্রেমে ভরে দেবে এ সমাধিস্থল।
রাবণেরা কপোতাক্ষ করেছে দখল,
মধু এলে মুক্ত হবে মাতৃ অশ্রুজল।