
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৪০ পিএম

আলমগীর সরকার লিটন
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
গরিব-দুঃখীর সঙ্গে ইফতার করার জন্য ‘যুগান্তর স্বজন সমাবেশ-শ্যামলী’ উদ্যোগে ম্যারিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে ১৫ মার্চ শনিবার দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন মাওলানা মো. শহিদুল ইসলাম এবং উপস্থিত ছিলেন স্বজন সমাবেশ বিভাগীয় সম্পাদক হিমেল চৌধুরী, সিনিয়ার কার্টুনিস্ট কাওছার মাহমুদ, ফটোসাংবাদিক মো. মনির আহমেদ, স্বজন সমাবশে-শ্যামলী উপদেষ্টামণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মামুনুল হক, কবি সিরাজুল হক ভূঁইয়া, কবি মোহাম্মাদ খায়রুল কাদির, কবি শেখ খবির উদ্দিন, মো. রোকনুজ্জামান রুকুন, কবি কবীর হুমায়ূন, শেরে বাংলা থানার এএসআই সামছুল ইসলাম, কবি মোজাম্মেল হোসেন, কবি কামরান চৌধুরী, কবি বেগম সেলিনা খাতুন, মো. কিয়াবুল ইসলাম টিটো, কবি জাহিদ হোসেন রঞ্জু, মো. কামরুল ইসলাম, মো. ফারুক হোসেন লিটন, বিএনপির নেতা মো. নুরুল ইসলাম নূর, আমজাদ হোসেন, মহন আহম্মেদ, রিয়াজ আহম্মেদ রাজ, জহিরুল ইসলাম জহির, মো. সোহেল আহমেদ, কাজী রুবেল, শামীম ইসলাম, মামুন হোসনে, হাসান আলী, অনিক ইসলাম, মো. বাবুল ইসলাম, অ্যাডভোকেট মনোয়ার হোসেন, মো. মাহাবুবুর হক ভূঞা, মো. মাহাবুব হোসেন, মাস্টার মনিরুল ইসলাম, মো. আলফীশাহর সরকার আলফী, মো. বাদল ও মো. তুরজাউল সরকার। দোয়া ও ইফতারের পর স্বজদের মাঝে ‘স্বজন সম্মাননা পত্র’ প্রদান করেন হিমেল চৌধুরী ও কাওছার মাহমুদ। শেষে শ্যামলী স্বজন সমাবেশের সভাপতি আলমগীর সরকার লিটন সবাইকে আগাম ঈদের শুভচ্ছো ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।