কদমতলী থানা স্বজন সমাবেশের উদ্যোগে যুগান্তরের রজতজয়ন্তী পালিত

খোরশেদ আলম শিকদার
প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যুগান্তরের রজতজয়ন্তী উপলক্ষ্যে রাজধানীর যাত্রাবাড়ি কদমতলীতে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কদমতলী থানা স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে জুরাইন বাগানবাড়ি স্বজন সমাবেশের অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দৈনিক যুগান্তরের কদমতলী থানা স্বজন সমাবেশের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও যুগান্তরের সিটি রিপোর্টার মোঃ খোরশেদ আলম শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগান্তরের কদমতলী থানা স্বজন সমাবেশের উপদেষ্টা বিশিষ্ট্য ব্যবসায়ী ও সমাজসেবক ডাক্তার সেলিম মোহাম্মদ শাহজাহান, বিশেষ অতিথি ছিলেন স্বজন সমাবেশের উপদেষ্টা বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ দেলোয়ার হোসেন, হাজী মোঃ সিরাজুল ইসলাম সেন্টু। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, স্বপ্নদ্রষ্ট্রা বীর মুক্তিযোদ্ধা যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের কথা মনে পড়ছে। তিনি যুগান্তরকে স্বপ্ন দেখিয়েছিলেন। কীভাবে সাদাকে সাদা ও কালোকে কালো বলতে হয় তা তিনি শিখিয়েছেন। তিনি নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে গিয়ে তাদের কথা বলার জন্য যুগান্তর সৃষ্টি করেছিলেন। এসময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ (শামু), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, অর্থ সম্পাদক শাহ মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল কাদের, মোঃ জাহিদ হোসেন, এম এ মিল্টন, মোঃ মঈন উদ্দিন, মোঃ আকাশ, আইন ও মানবাধিকারবিষয়ক সম্পাদক মোঃ সাব্বির হোসেন তুষার, মোঃ মুরাদ পাটোয়ারী, মোঃ রিয়াজ খোরশেদ সেমি, সামিন সাদমান, মাহমুদুল হাসান, শিবন আক্তার হেপি প্রমুখ।