স্বজন সমাবেশ নারায়ণগঞ্জ জেলা উদ্যোগে স্বাধীনতা শীর্ষক আলোচনা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয় গত ৯ মার্চ রোববার। স্বাধীনতা শীর্ষক আলোচনা করেন মরগ্যান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মো: গোলাম মোস্তফা। তিনি বলেন, স্বাধীনতা অর্জন এমনি এমনি হয়নি। ১৯৭১ সালে অনেক আত্মত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা অর্জন হয়েছে। স্বাধীনতা রক্ষার দ্বায়িত্ব সবার। আলোচনার পর সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। কবিতা পাঠ করেন রাকিবুল রকি, মো: ফয়সাল, আশিকুর রহমান, সাজ্জদ হোসেন, রিয়াজ ইসলাম, বাদল রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের নারায়ণগঞ্জ জেলা সভাপতি জাহাঙ্গীর ডালিম, সহ-সভাপতি রাকিবুল রকি, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: ফয়সাল, প্রচার সম্পাদক জনি, সদস্য, মো: নজরুল ইসলাম, মো: বাবুল হোসাইন, মো: মোহর চাঁন, রাম কৃষ্ণ চন্দ, মো: ওমর ফারুক, হাফেজ ফেরদৌসসহ স্বজনরা।