Logo
Logo
×

স্বজন সমাবেশ

স্বজন মুক্তপদ্য

স্বর্গের ফুল আছিয়া

Icon

ডা. শরাফত হোসেন

প্রকাশ: ১৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নিজের ইচ্ছায় নয় এসেছিলে প্রভুর ইচ্ছায়

তাঁর ইচ্ছায় কি’তবে এভাবে নীরবে চলে গেলে?

আটটি বছর আগে ফুল হ’য়ে তুমি ফুটেছিলে

স্বজনের ইচ্ছা হ’লো পরিণত কোরবে বিষ্ঠায়,-

যেন তা পুরুষত্বের প্রতীক ক্লেদ ছড়ায় হেসে,

আমি পুরুষ,-আমার মুখেও লেগেছে তব চিহ্ন

সেই নরপিশাচের চেয়ে আমি আজ নয় ভিন্ন

তব লজ্জা কলঙ্কের দাগ অন্তরে এলো নিমেষে!

যে স্বজনদের’-তোরে খুশি আনন্দে রাখার কথা

সেই রক্ষক’-ভক্ষক হলো পুতঃ-রমজান-মাসে!!

হিংস -পশু হ’য়ে যৌন সম্ভোগে নারী-ইজ্জত নাশে!

নিজগুণে ক্ষমা কর মা’-তোকে নিয়ে গেছে বিধাতা!

পুরুষ নয়,-দেশকে যেন ক্ষমা করে দয়াময়!!

কদর্য এ-বিশ্ব নয়,-তুই ঈশ্বরের বরাভয়!!

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম