স্বপ্নের পথে হাঁটি
ক্লান্তি ছুঁড়ে
আবার হাঁটি
পরিক্রমণ করি
দিক থেকে দিগন্ত
বসন্তের পর বসন্ত।
বারংবার
স্বপ্নের পথে হাঁটি
অবসাদ ঝেড়ে
আবার হাঁটি
হাঁটতে হাঁটতে
খুঁজি ফিরি
নির্জন নিরালা
কোন ঠিকানা।
স্বপ্নের পথে হাঁটি
ক্লান্তি ছুঁড়ে
আবার হাঁটি
পরিক্রমণ করি
দিক থেকে দিগন্ত
বসন্তের পর বসন্ত।
বারংবার
স্বপ্নের পথে হাঁটি
অবসাদ ঝেড়ে
আবার হাঁটি
হাঁটতে হাঁটতে
খুঁজি ফিরি
নির্জন নিরালা
কোন ঠিকানা।