প্রবাসীর ঈদ মানে
দেশে পাঠাই টাকা,
প্রবাসীর ঈদ মানে
কষ্ট জমিয়ে রাখা।
প্রবাসীর ঈদ মানে
নামাজ পড়ে কাজ,
প্রবাসীর ঈদ মানে
পুরোনো কাপড়ে সাজ।
প্রবাসীর ঈদ মানে
নামাজ পড়ে ঘুম
প্রবাসীর ঈদ মানে
আপন পাশের রুম।
প্রবাসীর ঈদ মানে
সত্য-মিথ্যা বলা
প্রবাসীর ঈদ মানে
দুঃখ নিয়ে চলা।
প্রবাসীর ঈদ মানে
কষ্ট নিয়ে থাকা
প্রবাসীর ঈদ মানে
আপন দূরে রাখা।