পুরান ঢাকা
সায়কা বানু
আজ অমর ২১শে ফ্রেবয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্ যাপন করলো পুরান ঢাকার স্বজনরা। পুরান ঢাকার ঐতিহ্য বাহী ইস্কুল নাজিরা বাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার সভাপতি সায়কা বানুর পরিচালনা, প্রধান অতিথি ছিলেন, যুগান্তর স্বজন সমাবেশের পুরান ঢাকার উপদেষ্টা তাকি আহমেদ,আরো উপস্থিত ছিলেন পুরান ঢাকার কর্মকর্তা সি এম শাকিল, এডভোকেট হিতৈষী নদী, হাজী মোঃ ইকবাল আহমেদ, সাব্বির আহমেদ, রাজিয়া সুলতানা, হাজী রনি,মোঃ মোশাররফ হোসেন সুমন,তাকনিমূল কাইয়ূম জাফিন,তাসফিয়া তুল সালমান সৃস্টি,ফারহান আজিজি,নূর এ জান্নাত আয়াত,রাফসান সহ স্কুলের ছাএ/ ছাএী শিক্ষকবৃন্দ। ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস তাপয্য নিয়ে আলোচনা করেন প্রধান অতিথি। তিনি বলেন আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ উৎসর্গ করেছেন, তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। ভাষা শহীদদের আত্মত্যাগের আজ আমরা স্বাধীন দেশের নাগরিক,৫২ ভাষা আন্দোলন দিয়ে শুরু আর ১৯৭১ স্বাধীনতা যুদ্ধে বিজয় এনেছি, সালাম,রফিক জব্বার এর মতো বীর সৈনিকরা মনে না তারা সারা জীবন প্রতিটি মানুষের যে কোনো অর্জনে তাদের মনে থাজবে।আমার দেশ আমার বাংলাদেশই থাকবে।
পূবাইল
রফিকুল ইসলাম
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্বরণে শ্রদ্ধা জানিয়েছে যুগান্তর-স্বজন সমাবেশের গাজীপুর মহানগর পূবাইল শাখা। একুশের প্রথম প্রহরে পূবাইল উচ্চ বিদ্যালয়ের শহিদ মিনারে স্বজন সমাবেশের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে স্বজন কার্যালয়ে এক আলোচনা সভায় স্বজন সভাপতি সাহেদ সরকার বলেন, ভাষার জন্য যে আত্মত্যাগের ইতিহাস বাংলাদেশ বহন করে, তা শুধু দেশেই নয়, সারা বিশ্বে অনন্য। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পূবাইল শাখার স্বজন উপদেষ্টা মামুন মিয়া,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,অর্থ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান,দপ্তর সম্পাদক নুর মোহাম্মদসহ স্বজন সদস্যবৃন্দ।
শাহজাদপুর
মো. মুমীদুজ্জামান জাহান
সিরাজগঞ্জের শাহজাদপুরে ২১ ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় মহান ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। এ দিবস পালন উপলক্ষ্যে শাহজাদপুর যুগান্তর স্বজন সমাবেশ, পূরবী থিয়েটার, শিশু সংগঠন ভোর হলো, শাহজাদপুর শিল্পকলা একাডেমি, শাহজাদপুর উপজেলা পরিষদ ও শাহজাদপুর যুব ঐক্য পরিষদ যৌথভাবে দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, প্রভাতফেরি, শাহজাদপুর সরকারি কলেজ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ভাষা শহিদ আলী আজমল বুলবুলের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শাহজাদপুর সরকারি কলেজ চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক পরিচালনায় ছিলেন শাহজাদপুর মডেল হাসপাতাল। এ ছাড়া উপজেলা হলরুমে আলোচনা সভা ও কলেজ শহিদ মিনার চত্বরে কবিতা আবৃত্তি, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুর রাজ্জাক, সহকারী অধ্যাপক আসমত আলী, সহকারী অধ্যাপক রায়হান আলী সরকার, সহযোগী অধ্যাপক তাজউদ্দিন আহমেদ, শাহজাদপুর থানার ওসি আসলাম আলী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সারমিন আলম, পূরবী থিয়েটারের সভাপতি কবি মমতাজ উদ্দিন শেখ, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা কবি ম. জাহান, শাহজাদপুর যুব ঐক্য পরিষদের আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন সিরাজী পিয়াল, কাজী শওকত, শাহজাদপুর মডেল হাসপাতালের পরিচালক মাসুম মিয়া প্রমুখ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলরাম সূত্রধর, শরিফ, আবদুল হালিম, প্রিয়ন্তী, বর্ণ দত্ত, স্বর্ণ দত্ত, রাত্রি, শৈলী, হ্যাপী, আনুষ্কা, জয়ীতা, বন্ধন, রিমঝিম, মাহিয়া, অথৈ, সুপ্তি, প্রীতম, তরিকা, বাবলু শেখ, অন্তী রাণী, প্রজ্ঞা, স্বপ্ন, জারা, শশি, অরিত্রিকা, মিন্টু, ফাহমিদা, ফুয়াদ, ফ্লোরা, শ্রুতি, সোয়েবা, নাফিসা, মাইশা, পাপিয়া, মালিহা, নাজমা সুলতানা, বায়জীদ হোসেন, সাগর কুমার, স্বচ্ছ প্রমুখ।
লৌহজং
শেখ সাইদুর রহমান টুটুল
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রভাতফেরি শেষে লৌহজং উপজেলা কেন্দ্রীয় শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে লৌহজং যুগান্তর স্বজন সমাবেশ। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ‘একুশ আমার চেতনা’ শিরোনামে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। লৌহজং স্বজন সমাবেশের সভাপতি হাজী মো. বিল্লাল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজনু মীর্জার পরিচালনায় ওই আলোচনা সভায় বক্তব্য দেন স্বজন সমাবেশের উপদেষ্টা হাজী মোহাম্মদ মনির হোসেন মাস্টার, এইচ এম আজিজুল হক, স্বজন উপদেষ্টা ও যুগান্তরের সাংবাদিক শেখ সাইদুর রহমান টুটুল, স্বজন সহসভাপতি মোহাম্মদ নোমান মিয়া, প্রভাষক ছালমা আক্তার, মো. আক্তারুজ্জামান, মো. কামরুজ্জামান, স্বজন মিজানুর রহমান, মিলুদা আক্তার, মো. শামীম হাওলাদার, মো. শামীম মোড়ল, বিপ্লব চন্দ্র পাল, ইব্রাহিম খান প্রমুখ।