Logo
Logo
×

স্বজন সমাবেশ

কুইজ প্রতিযোগিতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কুইজ প্রতিযোগিতা

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২ একুশে পদকপ্রাপ্ত চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনের ২৭তম মৃত্যুবার্ষিকীতে ‘চারণ সাংবাদিকতা ও আজকের সংবাদপত্রে মোনাজাত উদ্দিন’ শীর্ষক আলোচনা, দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর। তিনি বলেন, পথ থেকে পথে, যেখানে গিয়েছেন মোনাজাত উদ্দিন, সেখানেই তিনি সংবাদ সৃষ্টি করেছেন। তার কলমি শক্তিতে সেই জাদুকরি ভাবনা ছিল। নতুন প্রজন্মের কাছে আধুনিকতার সঙ্গে মোনাজাত উদ্দিনকেও তুলে ধরতে হবে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম