গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![গৌরীপুরে স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধনা](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/01/09/image-633076-1673367583.jpg)
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার ‘রক্তদিন জীবন বাঁচান’ স্লোগানে মহান বিজয় দিবসের মাসে স্বেচ্ছায় রক্তদাতাদের সংবর্ধিত করা হয়। যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু। বিশেষ অতিথি গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, মোখলেছুর রহমান, তোফাজ্জল হোসেন, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সভাপতি মো. আশিকুর রহমান রাজিব, সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখন প্রমুখ।
সংবর্ধিতরা হলেন শাফায়েত হোসেন, মোজাফর আহমেদ শিবলি, তানজিদ হাসান সৌরভ, ইঞ্জিনিয়ার মাহীন, ইফতেখার খান, সায়েফ আহামেদ, রমজানুর আহম্মেদ নাজিম, মোস্তাফিজুর রহমান, নাফসাদি ইসলাম লিমন, ইমন হাসান ইমু, সামিয়া হাসান, আঁখি আক্তার, জাহাঙ্গীর আলম জয়, আফিয়া সুলতানা রিয়া, রাকিবুল ইসলাম, ফাহিম, সায়েমা আক্তার, সোহেল রানা, সোহাগ হাসান শুভ, এমআর মিজান, আমিনুল ইসলাম সানি, মো. সোলাইমান, মাহফুজুর রহমান শিবলী।