শীতার্ত মানুষের পাশে স্বজন
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশজুড়ে গত কয়েকদিন থেকে বেড়েই চলেছে শীতের প্রকোপ। এ অবস্থায় অসহায়, দুস্থ, ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে যুগান্তর স্বজন সমাবেশ।
বাড্ডা শাখার উদ্যোগে ঢাকায় কম্বল বিতরণ
স্বজন সমাবেশ বাড্ডা শাখা, হিউমিনিটি ভিশন ও স্বপ্ন এন্টারপ্রাইজের যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে রাস্তায় বসবাসকারী অসহায় শীতার্ত মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়। বাড্ডা শাখা স্বজনের সভাপতি এনএইচকে মিঠুর সভাপতিত্বে মহতী এ উদ্যোগে অংশ নেন স্বজন সমাবেশের বিভাগীয় সম্পাদক সাইফ আহমাদ ও সাবেক সম্পাদক হিমেল চোধুরী।
কম্বল বিতরণ শেষে বিভাগীয় সম্পাদক সাইফ আহমাদ বলেন, দৈনিক যুগান্তর বিশ্বাস করে পাঠকরাই যুগান্তরের প্রাণ। পাঠকদের সংগঠন স্বজন সমাবেশ এ প্রাণ শক্তিকে একত্রিত করে সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে বদ্ধ পরিকর।
তিনি বলেন, স্বজন সমাবেশ বরাবরই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে মানুষের কল্যাণে কাজ করে আসছে। এসব কার্যক্রম আরও ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসাবে স্বজনের পক্ষ থেকে ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উদ্যোগে যারা সহযোগিতা করেছেন তাদের সবার প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হিউমিনিটি ভিশন ও স্বপ্ন এন্টারপ্রাইজের কর্ণধার এবং বাড্ডা স্বজন সমাবেশের সভাপতি এনএইচকে মিঠু। শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে স্বজনদের মধ্যে উপস্থিত ছিলেন, জাহিদুল ইসলাম, সাইদুর রহমান, রবিউল হাসান, আতিকুল ইসলাম (সাজু), তন্ময়, জাবেদ আহমেদ, ইব্রাহিম, হাসান, মির্জা রফিক, পারভেজ হাসান, জুনায়েদ হোসেন, মঞ্জু ইসলাম, মাহি, জিল্লুর, খালেক, মোস্তাক আহমেদ, হালিম, আলমাস শেখ, শরীফ, শান্ত বড়ুয়া, বাবু, সাইফুল ইসলামসহ অন্যরা।
আরও উপস্থিত ছিলেন, শাহজাহানপুর শাখার স্বজন জাবেদ ইকবাল ভুঁইয়া, রাকিবুল আলম তপু, শাহাদাৎ হোসেন ও মো. জলিল।
পুরান ঢাকায় শীতবস্ত্র বিতরণ
মহান বিজয় দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার উদ্যোগ দুস্থদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। স্বজন সমাবেশ পুরান ঢাকার সভাপতি সায়কা বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুরান ঢাকার উপদেষ্টা, ঢাকা যুব ফাউন্ডেশনের সভাপতি শহীদ মাহমুদ শহীদ উল্লাহ, উপদেষ্টা ইয়ার মোহাম্মদ, এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন পুরান ঢাকার কর্মকর্তা আজিম উদ্দিন, তাকি আহমেদ, ইমরান হোসেন, নূর ওয়াহিদ রঞ্জুসহ এলাকার মুরব্বিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুরান ঢাকার সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে পুরান ঢাকার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি স্বজন সমাবেশ সব সময় ভালো কাজের সঙ্গে থাকে। তারা রক্তের গ্রুপ নিনয়, ডায়াবেটিস পরীক্ষা, চক্ষু পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা আয়োজন করে, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে। করোনাকালীন সময়ে পুরান ঢাকার স্বজনরা খাদ্যসামগ্রী বিতরণ, মাস্ক বিতরণ করেছে যা ব্যাপক প্রশংসার দাবিদার।
আমি যুগান্তর পরিবার উত্তরোত্ত সাফল্য কামনা করি, আমি যুগান্তর স্বজন সমাবেশ পুরান ঢাকার সঙ্গে আছি সব সময় থাকব।
ধোবাউড়ায় কম্বল বিতরণ
ময়মনসিংহের ধোবাউড়ায় পাঠক সংগঠন যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শুক্রবার সকালে ধোবাউড়া বাজারে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন স্বজন সমাবেশের প্রধান উপদেষ্টা শওকত উসমান, সভাপতি ভালুকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন মৃধা কল্পনা, সহ সভাপতি পোড়াকান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক কলসিন্দুর কলেজের প্রভাষক এবি সিদ্দিক, ধোবাউড়া প্রাণিসম্পদ হাসপাতালের কম্পাউন্ডার ফরিদা খাতুন লাবনী, যুগান্তর প্রতিনিধি আবুল হাশেম।
ঈশ্বরদীতে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ
ঈশ্বরদীতে স্বজন সমাবেশের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। একই সময় সভা থেকে তীব্র এ শীতের মৌসুমে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছে ঈশ্বরদী শাখা স্বজন সমাবেশ। শনিবার ৭ জানুয়ারি উপজেলার বনলতা সুইটস অ্যান্ড বেকারিতে স্বজন সমাবেশের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সবার সম্মতিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, আগামী ১৩ জানুয়ারি শুক্রবার বাগহাচলা গুচ্ছগ্রামে ৫০টি অসহায় পরিবারের মাঝে স্বজন সমাবেশের পক্ষ থেকে শীতের চাদর উপহার দেওয়া হবে। এ ছাড়া স্বজন সমাবেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দিনব্যাপী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফ্রি স্বাস্থ্য ক্যাম্পের আয়োজনেরও পরিকল্পনা করে ইশ্বরদী শাখা। ঈশ্বরদী শাখার সভাপতি আফসার আলীর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়ারস শিপু, কচি, জিল্লু, শরিফ, সুমন, শিহাব, রাসেলসহ অন্যান্য স্বজনরা।