
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
রাজধানীর মুগদার গ্রিন মডেল টাউন সোসাইটির একটি আটতলা ভবনের চারটি ফ্ল্যাটে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ২০ থেকে ২৫ জনের ডাকাত দল ফ্ল্যাটগুলো থেকে টাকা ও সোনার অলঙ্কার লুট করে নিয়ে গেছে। এ সময় ডাকাত দলের ধারালো অস্ত্রের আঘাতে ওই ভবনের ফ্ল্যাট মালিকসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন, হুমায়ুন ও তার স্ত্রী শাহীনূর আক্তার এবং আব্দুল মান্নান ও তার ছেলে হাসান। তাদেরকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে হুমায়ূনের অবস্থা গুরুতর, তার মাথায় জখম হয়েছে বলে জানা গেছে। রোববার রাত ৩টার দিকে আমিন মোহাম্মদের গ্রিন মডেল টাউন সোসাইটির ডি ব্লকের ৩ নম্বর রোডের একটি বাড়িতে ডাকাতির এই ঘটনা। পুলিশ জানিয়েছে, নির্জন এলাকার ওই ভবনটি আগে থেকেই নিরাপত্তা ঝুঁকিতে ছিল। আট তলা ভবনটি করেছে আল আরাফা ব্যাংকের ছয় কর্মকর্তা মিলে।
ডিএমপির মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান যুগান্তরকে জানান, ডাকাতদের হামলায় চারজন আহত হয়েছেন, তারা চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা এখন অনেকটাই ভালো।
ডাকাত দলের সদস্যরা চারটি ফ্ল্যাট থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান। ওসি সাজেদুর রহমান আরও বলেন, ‘রাত ৩টার পর ডাকাতরা সেখানে গিয়ে ভবনের নিরাপত্তা কর্মীকে অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে। এরপর দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তলার ফ্ল্যাটগুলোর চারটির দরজা ভেঙে ডাকাতি করে। তাদের হাফ প্যান্ট ও লুঙ্গি পরা ছিল। রাত ৪টা ১৭ মিনিটে আমিন মোহাম্মদের সিকিউরিটি ইনচার্জ সামছুজ্জামান আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছে। পরে আমাদের টহল টিম ঘটনাস্থলে যায়। এর আগেই ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পুলিশ, ডিবি, র্যাব, পিবিআই, সিআইডির ক্রাইম সিন ইউনিট বিভিন্ন আলামত সংগ্রহ করেছে বলেও জানিয়েছেন ওসি সাজেদুর রহমান।