
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
রাজধানীর গুলশানে মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম ফারজানা আক্তার মিম (৩০)। রোববার রাত ২টায় গুলশান ৩২ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফারজানা পেশায় বিউটিশিয়ান ছিলেন। কুমিল্লার মুরাদনগর উপজেলার আমপাল গ্রামের আব্দুল বারেকের মেয়ে তিনি। শাহজাদপুর বাঁশতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এক ছেলের জননী ছিলেন তিনি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন বলেন, ফারজানা রাতে মহাখালী তিতুমীর কলেজের পাশে তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রাত আনুমানিক ২টায় রাইড শেয়ারিং মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে তার ওড়না মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পান।
মাহবুব আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে দেওয়া হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকের তেমন কিছুই হয়নি।