
প্রিন্ট: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
দুর্নীতির অভিযোগ থাকায় কুমিল্লা-৮ আসনের সাবেক সংসদ-সদস্য (এমপি) আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান শফিউদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। এতে বলা হয়, শফিউদ্দিন শামীমের বিরুদ্ধে এক প্রকল্প থেকেই ৩০০ কোটি লোপাটের অভিযোগসহ অন্যান্য প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ অনুসন্ধানে একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, শফিউদ্দিন বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।