
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৩২ এএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন কর্তৃক বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানির ওপর বাড়তি শুল্ক আরোপ ও এর বিপরীতে চীন পালটা শুল্ক আরোপ করছে। এতে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব আরও বাড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ)। বিষয়টি তারা পর্যবেক্ষণ করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও তাদের বাণিজ্য অংশীদারদের শুল্ক আরোপের প্রভাব নিয়ে সংস্থাটি গবেষণা করছে, যা বিশ্বব্যাংক ও আইএমএফের বসন্তকালীন সভায় প্রকাশ করা হবে। শনিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন থেকে প্রকাশিত আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জার্জিভার এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, আইএমএফ এখনো ঘোষিত শুল্ক ব্যবস্থার সামষ্টিক অর্থনৈতিক প্রভাব মূল্যায়ন করছে। যুক্তরাষ্ট্র ও তাদের বাণিজ্য অংশীদারদের শুল্ক আরোপের বিষয়টি এমন সময়ে ঘটছে যখন বিশ্ব প্রবৃদ্ধির হার ধীর গতিতে এগোচ্ছে। এই সময়ে পালটাপালটি শুল্ক আরোপ স্পষ্টতই বৈশ্বিক অবস্থার জন্য একটি উল্লেখযোগ্য ঝুঁকি সৃষ্টির আশঙ্কা রয়েছে।
বিবৃতিতে বিশ্ব অর্থনীতির আরও ক্ষতি করতে পারে এমন পদক্ষেপগুলো এড়িয়ে চলা এখন খুব গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার বাণিজ্য অংশীদারদের কাছে বাণিজ্য উত্তেজনা হ্রাস ও অনিশ্চয়তা কমাতে গঠনমূলকভাবে কাজ করার জন্য আহ্বান জানানো হয় এতে। এতে আরও বলা হয়, শুল্ক আরোপের ফলে সৃষ্ট বৈশ্বিক অর্থনীতির ক্ষতির বিষয়ে একটি মূল্যায়নের ফলাফল চলতি মাসের শেষের দিকে আইএমএফ ও বিশ্বব্যাংকের বসন্তকালীন সভার সময় প্রকাশিত হবে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বিভিন্ন দেশ থেকে আমদানি পণ্যের ওপর সর্বনিু ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। এর বিপরীতে চীন যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৩৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। বৈশ্বিকভাবে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে বিশ্ব বাণিজ্যে নেতিবাচক প্রভাবের আশঙ্কা করা হচ্ছে।