
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এক গৃহকর্মীকে মারধরের সত্যতা মিলেছে। বৃহস্পতিবার পিংকি আক্তার নামে গৃহকর্মীর দায়ের করা অভিযোগ জিডি আকারে রেকর্ড করেছে ভাটারা থানা পুলিশ।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম শনিবার যুগান্তরকে বলেন, পরীমনির বিরুদ্ধে গৃহকর্মীর দেওয়া অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ওই গৃহকর্মী যে অভিযোগ দিয়েছিলেন তা জিডি হিসাবে রেকর্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।
পিংকি আক্তার অভিযোগে বলেন, নেত্রকোনার পিংকি আক্তার একটি এজেন্সির মাধ্যমে এক মাস আগে পরীমনির বাসায় কাজ নেন। তার দায়িত্ব ছিল পরীমনির এক বছর বয়সি মেয়ের দেখাশোনা করা এবং খাবার খাওয়ানো। পাশাপাশি বাসার অন্যান্য কাজও করতেন পিংকি। ২ এপ্রিল শিশুটি কান্না শুরু করলে পরীমনির পরিচিত এক ব্যক্তি শিশুকে ‘সলিড খাবার’ দেওয়ার পরামর্শ দেন। পিংকি বলেন, সলিড খাবার দেওয়ার সময় না হওয়ায় আমি দুধ তৈরি করছিলাম। তখন পরীমনি মেকআপ রুম থেকে বেরিয়ে আমাকে অকথ্য ভাষায় গালাগাল ও একপর্যায়ে বেধড়ক মারধর করেন। তিনি একের পর এক আমার মাথায় আঘাত করেন। তার মারধরে আমি তিনবার ফ্লোরে পড়ে যাই। এরপর তিনি আমার বাম চোখে জোরে থাপ্পড় মারেন। এতে আমার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। মারধরের একপর্যায়ে পিংকি অচেতন হয়ে যান। কিন্তু তাকে হাসপাতালে পাঠানো হয়নি। পিংকি আক্তারের অভিযোগ, প্রায় এক ঘণ্টা পর তার জ্ঞান ফেরে। এরপর ৯৯৯-এ ফোন করে জানালে, পুলিশ তাকে উদ্ধার করে। এরপর পিংকি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন। এসব অভিযোগের বিষয়ে পরীমনির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।