
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ১০:২৩ পিএম

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
মাদারীপুরের শিবচরে তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য চারজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
আহতরা হলেন মানিক, ইব্রাহিম, বিপ্লব, ফাতেমা আক্তার, চাঁন মিয়া, বোরহান, ইমন, অনিক ও রাসেল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন মসজিদের ভেতরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই কিশোরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার রাতে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।