Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

চাঁদাবাজির সময় মারধর

ঢাকা দক্ষিণ যুবদল নেতার চার সহযোগী রিমান্ডে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর শান্তিনগর এলাকায় চাঁদাবাজি করার সময় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল নেতার চার সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। তারা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সমর্থক বলে জানা গেছে। স্থানীয় ব্যবসায়ীদের হুমকি দিয়ে চাঁদা আদায় করতে গেলে গণধোলাই দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় পল্টন থানায় একটি মামলা হয়েছে। তাদের ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই সাইফুর রহমান বলেন, গ্রেফতাররা হলেন-আল মাহমুদ রাজ, মাহিদুর জামান ওরফে মোহন হোসেন, নুর আলম ও মাসুদ। প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। তাদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করা হলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক।

সূত্রে জানা যায়, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে শান্তিনগর বাজারে রূপায়ন এঞ্জেলের সামনে চাঁদা তুলতে গেলে তাদের বেঁধে রেখে মারধর করা হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নেয়। গ্রেফতারদের মধ্যে রাজ যুবদল নেতা নয়ন ও যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার ঘনিষ্ঠ সহযোগী। এ ছাড়া গ্রেফতার মোহন ঢাকা কলেজ ছাত্রদল সদস্য ও নয়নের শ্যালক। নুর আলম ১৯নং ওয়ার্ড রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং মাসুদ রমনা থানা ১৯নং ওয়ার্ড যুবদল সদস্য ও নয়নের গাড়ি চালক।

তদন্ত সূত্রে জানা যায়, রবিউল ইসলাম নয়নের ঘনিষ্ঠ ও চাঁদাবাজিতে আরও অনেকের নাম পাওয়া গেছে। তাদের মধ্যে তপন, সজল, রনি শিকদার, মাসুদ রানাসহ আরও কয়েকজন রয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম