Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

গাবতলীতে চাঁদার দাবিতে বাস আটকে রাখার অভিযোগ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর গাবতলীতে চাঁদা না দেওয়ায় টার্মিনালে এক পরিবহণ ব্যবসায়ীর বাস আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকালের এ ঘটনার পর পুলিশ গিয়ে বাসটি ছাড়িয়ে দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

পরিবহণ ব্যবসায়ী আসাদুজ্জামান এরশাদ অভিযোগ করেন, গাবতলী টার্মিনালে তার একটি বাস মেরামতের কাজ চলছিল। বিকালে ঢাকা মহানগর উত্তরের ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল কবিরের নেতৃত্বে কয়েকজন সেখানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা বাসটি আটকে রাখেন। পরে তিনি বিষয়টি দারুসসালাম থানার ওসিকে জানান। এর আগেও তার কাছে চাঁদা চেয়েছিলেন তারা। ওই ঘটনায় তিনি গত বছরের ১৬ সেপ্টেম্বর দারুসসালাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

খাইরুল কবির গণমাধ্যমকে বলেন, ওই পরিবহণ ব্যবসায়ীর কাছে তার বাসের সুপারভাইজার কিছু টাকা পান। সেই ব্যাপারটি মিটিয়ে ফেলার জন্য গত বছরের সেপ্টেম্বরে তাকে বলা হয়। এতদিনেও তিনি টাকা না দেওয়ায় শনিবার আবারও তারা গিয়েছিলেন। এ সময় তিনি বাজে কথা বলায় তর্কাতর্কি হয়। তখন তাকে বলেছি, টার্মিনালে যেন আর না দেখি। তাহলে মেরে বের করে দেব। তবে চাঁদা চাওয়া হয়নি।

দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল-হাসান যুগান্তরকে বলেন, চাঁদাবাজি নয়, দুপক্ষের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। আমরা ওই ব্যবসায়ীকে বলেছি, এজাহার দিলে আমরা মামলা নথিভুক্ত করব।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম