Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ওয়ারীতে ভবনের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর ওয়ারীতে একটি ভবনের ছাদ থেকে পড়ে মনোয়ারা বেগমের (৫৯) মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে ওয়ারী চন্দ্রমোহন বসাক স্ট্রিটের একটি ভবন থেকে পড়ে মনোয়ারা আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

মনোয়ারা বেগমের ছেলে সেলিম জানান, তাদের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। ওয়ারীর ওই বাড়ির ৫ম তলার ভাড়াটিয়া তারা। তার মা মানসিক ভারসাম্যহীন। দীর্ঘদিন ধরে তার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল। মুমূর্ষু অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে গিয়ে মায়ের লাশ দেখতে পান। ঢামেক পুলিশ ক্যাম্পের এসআই মাসুদ আলম জানান, ময়নাতদন্তের জন্য মর্গে লাশ রাখা হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম