Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান গণফোরামের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট সুব্রত চৌধুরী। নতুবা অনতিবিলম্বে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরেরও আহ্বান জানান তিনি। শনিবার জাতীয় প্রেস ক্লাব চত্বরে গণফোরামের উদ্যোগে ‘ধর্ষণ, নারী নির্যাতন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে’ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে ভার্চুয়াল বক্তব্যে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু বলেন, দেশে ধর্ষণ, খুন, অন্যায়, অত্যাচার ভয়াবহ আকার ধারণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষ নিরাপদ ঈদ যাত্রা করতে ভয় পাচ্ছে। তিনি আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

দলের সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান বলেন, গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন বলেছেন জনআকাক্সক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা যাবে। ক্ষমতাসীনরা সংবিধান বাতিল করে পুনঃলিখন করতে চায়। মুক্তিযুদ্ধের সব চিহ্ন ও স্মৃতি মুছে ফেলতে চায়। এ অবস্থা চলতে থাকলে অন্যান্য দলকে নিয়ে আমরা জোরদার আন্দোলন গড়ে তুলব।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিদি, রওশন ইয়াজদানী, লতিফুল বারী হামিম, রফিকুল ইসলাম পথিক, মির্জা হাসান, মাসুদুর রহমান মাসুদ, মোহাম্মদ উল্লাহ মধু, আজম রূপু, হাবিবুর রহমান বুলু, নূরনবী, নাজমুল ইসলাম সাগর, আমিনুল ইসলাম, আশরাফ হোসেন, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম, অ্যাডভোকেট মজিবুল হক, অ্যাডভোকেট সাগরিকা ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম