উৎসব ভাতা ন্যায্য বাড়ি ভাড়া দাবি বিএমজিটিএ’র

ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
পবিত্র ঈদুল ফিতরের আগে পূর্ণাঙ্গ ঈদ উৎসব ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)। এ সময় সংগঠনটির নেতারা বলেন, দেশের বেশির ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীর মাধ্যমে। পরিতাপের বিষয় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাত্র এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন কাজে নিয়োজিত থেকেও আর্থিক সুবিধার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মধ্যে রয়েছে পাহাড়সম বৈষম্য। শনিবার ডিএসসিসি ৬৬নং ওয়ার্ড সাইনবোর্ড এলাকায় ‘অসহায়, গরিব ও দুস্থদের মাঝে ঈদসামগ্রী’ বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় এ দাবি জানানো হয়। বিএমজিটিএ’র প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ ও মহাসচিব ফিরোজ আলম এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আলী, আবদুস সাকুর, সহ-সভাপতি ফজলু রহমান, আব্দুল হাই, সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার প্রমুখ।