Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ওসিকে ন্যাংটা করে পেটানোর হুমকি

চট্টগ্রামের সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় গ্রেফতার

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও একাধিক হত্যা মামলার আসামি সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঢাকার বসুন্ধরা সিটি থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন সিএমপির ডিসি (উত্তর জোন) আমিরুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, তথ্যপ্রযুক্তির মাধ্যমে সিএমপি নিশ্চিত হয় সন্ত্রাসী ছোট সাজ্জাদ ঢাকায় অবস্থান করছে। এর পরই সিএমপির একটি টিম ঢাকায় তাকে অনুসরণ করতে থাকে। শনিবার বিকালে বসুন্ধরা সিটিতে শপিং করার সময় সিএমপি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশের তথ্যানুসারে, দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসাবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। তার বাড়ি হাটহাজারী উপজেলায়। তার বিরুদ্ধ হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১০টি মামলা আছে।

গত ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজিদ বোস্তামি থানার ওসিকে হুমকি দিয়ে সাজ্জাদ বলেছিল-‘ওসি আরিফ দেশের যেখানেই থাকুক না কেন, তাকে আমি ধরে ন্যাংটা করে পেটাব। ওসি আরিফ থানায় দায়িত্ব নেওয়ার পর থেকে আমার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে। সে আমার সন্তানকে হত্যা করেছে। আমার স্ত্রীকে আটক করে জেলে নিয়ে গেছে। তাকে আমি ছাড়ব না। পুলিশ না হলে তাকে আমি অনেক আগেই মারধর করতাম। পুলিশের প্রতি শ্রদ্ধা করি বলেই চুপ করে আছি।’

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম