Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

জামায়াতের নারী বিভাগ

ধর্ষণের কঠোর বিচারে ৫ দাবি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাগুরায় ৮ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের মাধ্যমে হত্যার প্রতিবাদ এবং ধর্ষণের কঠোর বিচারে ৫ দফা দাবি জানিয়েছে জামায়াতে ইসলামীর নারী বিভাগ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে ওই দাবি জানান তারা।

তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-নারীদের বেঁচে থাকা ও নিরাপত্তার অধিকার, ধর্ষকদের প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দেওয়া, ধর্ষণ মামলা ৯০ দিনের মধ্যে নিষ্পত্তি করা, ধর্ষণ মামলায় জামিনের বিধান বাতিল করা। মানববন্ধনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যাপক নুরন্নিসা সিদ্দিকা বলেন, শিশুটি হত্যার মামলার রায় এক সপ্তাহের মধ্যে দিতে হবে এবং আসামিদের মৃত্যুদণ্ড দিতে হবে। সব ধর্ষককে ফাঁসি দিতে হবে। ধর্মহীনতার চর্চা ও নৈতিকতাহীন শিক্ষা মূল্যবোধের অবক্ষয়ের জন্য দায়ী। ইসলামি শিক্ষা ব্যবস্থা চালু ও ধর্মীয় মূল্যবোধে জনগণকে উজ্জীবিত করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ করতে হবে। বিচারের দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ধর্ষণ মামলায় কারাদণ্ডের বিধান বাতিল করে শুধু মৃত্যুদণ্ডের (ফাঁসি) বিধান করতে হবে। ধর্ষকরা যুগে যুগে আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাওয়ার কারণেই সমাজ থেকে ধর্ষণ নামক ব্যাধি দূর করা যায়নি। ধর্ষককে তার নিজ এলাকায় জনসম্মুখে ফাঁসি দিতে হবে। এতে পরবর্তী সময়ে কেউ ধর্ষণের অপরাধ করার সাহস পাবে না। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ৯০ দিনের মধ্যে ধর্ষণ মামলা নিষ্পত্তি করার এবং জামিন বিধান বাতিল করার ঘোষণা দিয়েছে। আমরা এ ঘোষণার বাস্তবায়ন চাই। মাগুরার শিশুটিকে শুধু ধর্ষণ করা হয়নি, হত্যাও করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের সরকারের ঘোষণা এবং আমাদের ৫ দফা দাবির আলোকে বিচার করতে হবে। নতুবা নারী সমাজ কঠোর আন্দোলনে রাজপথে নেমে আসবে।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম