Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

সাক্ষাৎকারে ট্রাম্প

ইউক্রেনকে ভূখণ্ড ছাড়ার প্রতিশ্রুতি দিতে হবে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাশিয়ার কাছে ভূখণ্ড ছাড়ার প্রতিশ্রুতি দিতে হবে ইউক্রেনকে। ভূখণ্ড না ছাড়লে ‘কোনোভাবেই টিকতে পারবে না’ ইউক্রেন।

রোববার প্রচারিত ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস’র এক সাক্ষাৎকারে এ কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক পোস্ট। সাক্ষাৎকারে তিনি আরও বলেন, হোয়াইট হাউজ ভলোদিমির জেলেনস্কির উপর রাশিয়ার কাছে অঞ্চল ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়ার পর ইউক্রেন টিকতে নাও পারে।

মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, যদি তিনি চান যে যুক্তরাষ্ট্র তার অস্ত্র ও গোয়েন্দা তথ্য ভাগাভাগির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে তাকে জমি ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। জেলেনস্কিকে কটাক্ষ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘শিশুর হাত থেকে মিষ্টির মতো’ অর্থ নিয়েছেন। আর যুক্তরাষ্ট্র ছাড়া কিয়েভকে সমর্থন করার মতো শক্তি ইউরোপের নেই।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম