Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ভোজ্যতেলসহ সব সমস্যা সাত দিনের মধ্যে সমাধান হবে: বাণিজ্য উপদেষ্টা

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রমজান উপলক্ষ্যে বাজারে ভোজ্যতেল সংকটসহ যেসব সমস্যা রয়েছে আগামী সাত দিনের মধ্যে সব সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি পরিদর্শন শেষে ট্যানারি মালিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, এবারের রমজানে বাজারে কোনো খাদ্য ঘাটতির সম্ভাবনা নেই। সাত দিনের মধ্যে খেজুরসহ সব জিনিসপত্রের দাম কমে আসবে। রমজান উপলক্ষ্যে সবকিছুই মজুত রয়েছে। আশা করি বাজারকেন্দ্রিক কোনো সমস্যা হবে না।

তিনি পরিবেশকে দূষণ থেকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে ট্যানারি মালিকদের নির্দেশ দেন। এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম