Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণে অফিস সহকারী নিহত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের অফিস কক্ষে এসি বিস্ফোরণে অফিস সহকারী আব্দুল মালেক খানের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ফারুক নামে এক গাড়িচালকও। হতাহত দুজনই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন বিয়ামের কর্মী। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিয়ামের ওই স্থাপনায় বিভিন্ন দপ্তরের পাশাপাশি মিলনায়তন এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের থাকার ব্যবস্থা রয়েছে। এর মধ্যে দশতলা ভবনের পাঁচ তলায় বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির একটি অফিস কক্ষে আগুন লাগে। বৈদ্যুতিক গোলোযোগ থেকে সেখানে এসিতে আগুনের সূত্রপাত হয়। আব্দুল মালেক বিয়ামের একটি কক্ষে থাকতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে। এদিকে আহত গাড়িচালক ফারুকের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

হাতিরঝিল থানার এসআই মনিরুজ্জামান বলেন, বিয়াম ভবনের ৪০৭ নম্বর কক্ষে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় মালেককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম