পুনর্বাসন-ক্ষতিপূরণের দাবি
জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের আবারও শাহবাগ অবরোধ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের স্বীকৃতি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দাবিতে আবারও রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন আহতরা। সোমবার দুপুর আড়াইটার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এতে বাংলামোটর অভিমুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর যুগান্তরকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আহতদের তিন দফা দাবি হলো-দুটি ক্যাটাগরি করে আহতদের স্বীকৃতি দেওয়া, আহতদের নিরাপত্তা নিশ্চিত ও তাদের জন্য হটলাইন নম্বর চালু করা।
এদিন বেলা ১১টা থেকে শাহবাগে অবস্থান নেন ৩০ থেকে ৪০ আন্দোলনকারী। তাদের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারকে দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেন তারা। দুপুর আড়াইটার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।
আন্দোলনকারীরা বলেন, সরকার ‘এ’, ‘বি’ এবং ‘সি’ ক্যাটাগরি করে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। ‘সি’ ক?্যাটাগরিতে ‘এ’ এবং ‘বি’র মতো সুবিধা রাখা হয়নি। এটি বৈষম্যমূলক। সব আহতদের ‘এ’ অথবা ‘বি’ ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। ক্যাটাগরি হবে দুটি-আহত এবং গুরুতর আহত।
তাদের দাবি, প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু করতে হবে। একই সঙ্গে আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করতে হবে। গণ-অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।