সাবেক আইনমন্ত্রী আনিসুল ও এমপি জ্যাকব রিমান্ডে
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানী ঢাকার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ৫ ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত। বুধবার সকালে পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইমরান আহম্মেদ এ আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। এদের মধ্যে আনিসুল হককে ঢাকার উত্তরা পূর্ব থানায় পোশাককর্মী ফজলুল করিম হত্যা মামলায় এবং জ্যাকবকে রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদনের বিরোধিতা করে তাদের জামিন চেয়ে আবেদন করে। উভয়পক্ষের আইনজীবী শেষে আদালত আদেশ দেন।
আনিসুল-সালমানসহ ৭ জন নতুন মামলায় গ্রেফতার। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী দীপু মনি, রাশেদ খান মেনন ও শাহজাহান খান এবং সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদারকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার বিভিন্ন থানার মামলায় বুধবার আদালতে তাদের গ্রেফতার দেখানোর আবেদন করা হলে শুনানি নিয়ে আদালত তা মঞ্জুর করেন।