Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

ডিএমপির উত্তরার ডিসি হলেন আশরাফুল আজীম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিএমপির উত্তরার ডিসি হলেন আশরাফুল আজীম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসাবে কাজী আশরাফুল আজীমকে পদায়ন করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই পদায়ন করা হয়। আদেশে বলা হয়, ডিএমপির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কাজী আশরাফুল আজীমকে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে।

কাজী আশরাফুল আজীম ২৪তম বিসিএসে উত্তীর্ণ হয়ে ২০০৫ সালের ২ জুলাই বাংলাদেশ পুলিশে যোগ দেন।

২০১৮ সালের ৭ জুন শেরপুর জেলার পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পান তিনি। পরে ২০২১ সালে ২১ জানুয়ারি নরসিংদী জেলার পুলিশ সুপার হিসাবে যোগ দেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উল্লেখযোগ্য অবদান রাখায় ঢাকা রেঞ্জ থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার ও শ্রেষ্ঠ জেলা হিসাবে নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুলকে পুরস্কৃত করে বাংলাদেশ পুলিশ। কাজী আশরাফুল আজীমের জন্ম ঝিনাইদহের শৈলকুপা উপজেলায়। তার বাবা কাজী আশরাফুল আজম উপজেলা পৌর মেয়র।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম