Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

আকাশপথে করোনা বিধিনিষেধ বাতিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আকাশপথে করোনা বিধিনিষেধ বাতিল

করোনাভাইরাস নিয়ে সব ধরনের বিধিনিষেধ বাতিল করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

এতদিন বিদেশ থেকে আসতে হলে যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হতো। আর কারও টিকা দেওয়া না থাকলে করোনা পরীক্ষা করে দেশে আসতে হতো।

বিধিনিষেধ বাতিলের ফলে এখন করোনা পরীক্ষা কিংবা ভ্যাকসিন সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে না। ২৫ মে এ সংক্রান্ত নির্দেশনা জারি করে বেবিচক।

এর আগে বিদেশ থেকে বাংলাদেশে আসতে অনলাইনের হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হতো যাত্রীদের। ২০২২ সালের ৩০ অক্টোবর এ নির্দেশনা বাতিল করে বেবিচক।

তখন নির্দেশনা দেওয়া হয়েছিল, যাত্রীদের টিকা গ্রহণের প্রমাণ সঙ্গে রাখতে হবে। এদিকে বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও করোনা পরীক্ষার কিংবা টিকা গ্রহণের বাধ্যবাধকতা নেই। যাত্রী যে দেশে যাবেন, সে দেশের নির্দেশনা অনুসরণ করবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম