Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

হলি আর্টিজান জঙ্গি হামলা

হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হাইকোর্টে ডেথ রেফারেন্সের শুনানি শুরু

চাঞ্চল্যকর হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শুরু হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৮ মে থেকে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

এখন আসামিদের বিরুদ্ধে যে রায় দিয়েছেন (পেপারবুক) নিম্ন আদালত, তা পড়ে শোনাচ্ছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ বলছে তারা দ্রুত এ মামলার শুনানি শেষ করতে চান। সেই সঙ্গে সব আসামির মৃত্যুদণ্ড যাতে বহাল থাকে সেই চেষ্টাও তারা করবেন।

আজ রোববারও শুনানি হবে। ২০১৯ সালে ৭ ডিসেম্বর ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ৭ জঙ্গিকে মৃত্যুদণ্ড ও ১ জনকে খালাস দেন। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন জঙ্গিরা।

ফাঁসির দণ্ড পাওয়া সাত আসামি হলেন-রাকিবুল ইসলাম রিগ্যান ওরফে রাফিউল ইসলাম, রাজীব গান্ধী ওরফে জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আসলাম হোসেন ওরফে র‌্যাশ, আবদুস সবুর খান ওরফে সোহেল মাহফুজ, মোহাম্মদ হাদিসুর রহমান সাগর ওরফে সাগর, মামুনুর রশিদ রিপন, শরিফুল ইসলাম খালেদ। আর খালাস পেয়েছেন মিজানুর রহমান ওরফে বড় মিজান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম