হোমনা-মেঘনা সংসদীয় আসনের দাবিতে গণসমাবেশ
মেঘনা (কুমিলা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
হোমনা আসনের সঙ্গে সংযুক্ত হওয়ার দাবিতে সোচ্চার হয়ে উঠেছে মেঘনাবাসী। বর্তমানে হোমনা ও তিতাস নিয়ে একটি সংসদীয় আসন।
কিন্তু ভৌগলিক কারণে দীর্ঘদিন ধরেই মেঘনাবাসী হোমনার সঙ্গে সংযুক্ত হচ্ছে চাচ্ছে। এই দাবিতে গতকাল সমাবেশ করেছে মেঘনাবাসী।
সোমবার বিকাল ৪টার দিকে মেঘনা উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ গণসমাবেশ হয়। বীরমুক্তিযোদ্ধা আব্দুল গাফ্ফার হাউদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুলাহ মিয়া রতন শিকদার।
প্রধান অতিথি সফিকুল আলম তার বক্তব্যে বলেন, ২০১৮ সালে মেঘনা ও হোমনাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৪ মার্চ মেঘনা হোমনা আসন নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হলেও অদৃশ্য কারণে তা বাস্তবায়িত হয়নি।
তিনি বলেন, তিতাস এলাকা দাউদকান্দি এলাকার অংশ তাই দাউদকান্দি আসনের সঙ্গে তিতাস এলাকা সংযুক্ত করা হোক।
অন্যদিকে ভৌগলিক অবস্থানের প্রেক্ষাপটে মেঘনা ও হোমনাকে একত্রীকরণ করে সংসদীয় আসন নির্ধারণ করা হোক এটা মেঘনা হোমনাবাসীর প্রাণের দাবি।