Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

মেট্রোরেলের বিদ্যুতের তারে ঘুড়ি

২০ মিনিট বন্ধ ট্রেন চলাচল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০ মিনিট বন্ধ ট্রেন চলাচল

দেশের প্রথম মেট্রোরেল বা এমআরটি লাইন-৬ এর বিদ্যুতের তারে ঘুড়ি আটকে যাওয়ায় শনিবার বন্ধ করতে হয় ট্রেন চলাচল।

সকাল সাড়ে ৯টায় ট্রেন চলাচল ২০ মিনিট বন্ধ থাকে। পরে ঘুড়ি সরিয়ে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

মেট্রোরেলের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেইন্যান্স) নাসির উদ্দিন আহমেদ সংবাদিকদের এ তথ্য জানান। এসব ঘটনায় মেট্রোরেল কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছেন-মেট্রোরেল লাইনের দুই পাশের ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন বা এ ধরনের কিছু উড়ানো থেকে বিরত থাকতে।

ডিএমটিসিএলের পরিচালক নাসির উদ্দিন আহমেদ বলেন, ঘুড়ির জন্য কিছু সময় মেট্রোরেলের চলাচল বন্ধ ছিল। পুলিশের সাহায্য নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। সচেতনতা সৃষ্টিতে মাইকিংও করা হয়েছে। তার পরও মানুষ সচেতন না হওয়ায় এমন অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে।

গত ১৯ ফেব্রুয়ারি একইভাবে ঘুড়ির কারণে কিছুক্ষণ মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সে সময় সিঙ্গেল লাইনে চালানো হয় ট্রেন। গত বছরের ২৮ ডিসেম্বর দেশের প্রথম এই মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম