বন্দরে খাল থেকে লাশ উদ্ধার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![বন্দরে খাল থেকে লাশ উদ্ধার](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/01/21/image-637169-1674279316.jpg)
বন্দরে আব্দুল ওহাব (৫৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে বন্দরের মদনপুর ফুলহর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবদুল ওহাব সোনারগাঁ উপজেলার ললাটি গ্রামের মৃত সাহাজউদ্দিনের ছেলে।
ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মাসুদ রহমান জানান, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মদনপুর ফুলহর খালে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। পরে নিহতের পরিবার ওহাবের লাশ শনাক্ত করে। আব্দুল ওহাবের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।