
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৫ এএম

ঘরেবাইরে ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঈদ আসতে বাকি আরও কিছু দিন। উৎসবের আনন্দ পরিবার আর নিজেদের মাঝে ভাগাভাগি করে নিতে পছন্দের টুকিটাকি কেনাকাটা অনেকেই শুরু করে দিয়েছেন। তবে তালিকা ধরে সবার জন্য পছন্দের ঈদ পোশাক কিনতে হলে এখন থেকেই শুরু করতে হবে ঈদের কেনাকাটা। ঈদের কালেকশনে বরাবরের মতোই সব বয়সের মানুষের জন্যই আছে আলাদা আলাদা পোশাকের আয়োজন। আর ঈদ যেহেতু গরমের শুরুর দিক থেকে, তাই ডিজাইনেও থাকছে ভিন্নতা।
গরমের এ সময়ে টপস, কুর্তি, শর্ট শার্ট, শর্ট কামিজেই বেশি আরাম। কোনো ধরনের কারুকাজ ছাড়াই একেবারে ঢিলেঢালা ডিজাইনের হওয়াতে পরতেও বেশ আরামদায়ক হয়ে থাকছে। ফ্লোরাল প্রিন্টের কাজই থাকে বেশি। এ ছাড়া এক রঙের মাঝে স্ট্রাইপ কিংবা এক কালারের কাপড় দিয়ে বাসায় কিংবা বাইরে পরার আউটফিট হিসাবে বেছে নেওয়া যায় এ ধরনের ওয়েস্টার্ন পোশাক। ঈদের সময় যেহেতু ঘরে থাকে অনেক কাজ, তাই চাইলেও খুব বেশি পরিপাটি হয়ে থাকা যায় না। সে ক্ষেত্রে ঈদের দিনের ক্যাজুয়াল পোশাকের তালিকায় রাখতে পারেন টপস, কুর্তি, সিঙ্গেল কামিজ। একইভাবে কোনো দাওয়াত ছাড়া বিকালে একটু বের হয়ে আশপাশে ঘুরতে যেতেও পরা যায় না খুব বেশি ভারি কাজের কোনো ঈদের পোশাক। সে ক্ষেত্রে টপস কিংবা কুর্তি পরতে পারেন নির্দ্বিধায়। কুর্তি কিংবা টপসের সঙ্গে ঢোলা জিন্স প্যান্ট আর সঙ্গে ক্যাটস বেছে নিতে পারেন। সালোয়ার-কামিজের ক্ষেত্রে আছে স্টিচ আর নন-স্টিচের রেডিমেট কামিজ সেট। যাতে আপনি আপনার সুবিধা মতো কাপড় কেটে বডি সাইজ সালোয়ার-কামিজ বানিয়ে নিতে পারেন। প্রিন্টেড গজ কাপড়ের ক্ষেত্রেও আছে বিশেষ চাহিদা। সিঙ্গেল কামিজ যারা অফিস কিংবা ক্লাসের জন্য নিজের পছন্দমতো বানিয়ে নিতে চান, তারা ঈদের এ সময়ে কালেকশনগুলো থেকে বেছে নিতে পারেন। অন্যদিকে ঈদের আবহ যেহেতু প্রায় সপ্তাহ খানিকজুড়েই থাকে তাই বাসায় আড্ডা দিতে কিংবা বন্ধুদের সঙ্গে বাইরে যেতেও বেছে নিতে পারেন এ সময়ে ট্রেন্ডি টপস, কুর্তি অথবা সিঙ্গেল কামিজ। খুব ভারি মেকাপ প্রয়োজন হয় না বিধায় হালকা একটু নো মেকাপ লুক অ্যাপ্লাই করতে পারেন। ঠোঁটে ন্যুড লিপস্টিক অ্যাপ্লাই করতে পারেন। গরমের শুরুর দিকে যারা হালকা আউটফিট বেছে নিতে চাচ্ছেন ঈদের পোশাক হিসাবে সেসব তরুণীর পছন্দের তালিকায় নিশ্চিন্তে জায়গা করে নিতে পারে ট্রেন্ডি এ আউটফিটগুলো।