
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৫ এএম

প্রকাশ: ২৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
সুহৃদ
হোম ডেলিভারির বিশ্বস্ত প্রতিষ্ঠান সুহৃদ ঈদ উপলক্ষ্যে নান্দনিক নকশার পাঞ্জাবি এনেছে। ফরমায়েশ দিলে ঘরে বসেই এসব পোশাক পাওয়া যাবে। সুহৃদ মানসম্মত পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান এম্পেরর’র পাঞ্জাবি এবং নন্দিত ব্র্যান্ড ব্যাং’র সমগ শার্ট, পলো শার্ট, টি-শার্ট উত্তরবঙ্গে পাইকারি, খুচরা এবং অনলাইনে বিক্রির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান! মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় আপনার পছন্দের পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ! follow us on facebook.www.facebook.com/shuhrid.bd
MR.DIY এখন ধানমন্ডিতে
মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড MR.DIY আনুষ্ঠানিকভাবে ধানমন্ডি সাতমসজিদ রোডে তাদের ৪র্থ স্টোর উদ্বোধন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৈয়দ নূর আনোয়ার, হেড অফ অপারেশনস, মো. উমার ফারুক হোসেন, ওয়্যারহাউস ম্যানেজার, মো. মাসুদুর রহমান, ইমপোর্ট ম্যানেজার, মোহাম্মদ নাসিম আহমেদ, ফাইন্যান্স ম্যানেজার, মো. ফকরুজ্জামান, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, মোহামাদ রিজাল, ব্রাঞ্চ ম্যানেজার, মো. রাহাত নবী, মার্কেটিং ম্যানেজার, মো. নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। সৈয়দ নূর আনোয়ার, হেড অফ অপারেশনস, ফিতা কেটে MR.DIY-এর বিশ্বমানের পণ্য সরবরাহের মাধ্যমে ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি প্রকাশ করেন। ওয়েবসাইট : www.mrdiy.com/bd