
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০৭:২৪ এএম
হুর-এর ঈদ কালেকশন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি যমুনা ফিউচার পার্কে যাত্রা শুরু করে হুর। হুর বাংলাদেশের ফ্যাশন জগতে গুণগত মান, স্টাইল এবং উদ্ভাবনের এক নতুন ধারা প্রতিষ্ঠা করেছে। হুরের লন কটন কাপড়, প্যাটার্ন এবং ট্রেন্ডসেটিং ডিজাইনের জন্য ফ্যাশনপ্রেমীদের কাছে একটি প্রিয় নাম। হুরের পোশাক যেমন আরামদায়ক তেমনি রুচির এক নিখুঁত সমন্বয় প্রতিফলিত করে। যা ফ্যাশনপ্রেমী নারীদের প্রিয় ব্র্যান্ড হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে হুর।
কাশ্মীরি-স্টাইল ঈদ কালেকশন : এবারের ঈদে হুর এনেছে মাস্টারপিস কাশ্মীরি-স্টাইল ঈদ কালেকশন। চিরন্তন কাশ্মীরি শিল্পকলার অনুপ্রেরণায় তৈরি এ কালেকশনে রয়েছে সূক্ষ্মভাবে এমব্রয়ডারি করা কটন কামিজ, যা সবাইকে আকৃষ্ট করবে। সঙ্গে ডিজিটাল প্রিন্টেড কটন সিল্ক দোপাট্টা যা প্রতিটি সাজকে করে তোলে আরও আকর্ষণীয় এবং উৎসবমুখর। এ কালেকশনের আরামদায়ক কাপড়, সূক্ষ্ম কারুকাজ এবং প্যাটার্ন ঈদের আনন্দময় মুহূর্তগুলোকে করবে আরও স্মরণীয়।
হুর গুণগত মানে আপসহীন। প্রতিটি কাপড় নির্বাচন করা হয় এমনভাবে, যাতে প্রতিটি ঋতুতে আরামদায়ক হয় আর ডিজাইনগুলো তৈরি করা হয় বাংলাদেশের সংস্কৃতির সৌন্দর্য এবং বৈচিত্র্যকে উদযাপন করার জন্য। এ নিখুঁত মনোযোগ এবং উৎকর্ষের প্রতি নিবেদনই হুরকে তার গ্রাহকদের ভালোবাসা এবং বিশ্বস্ততা অর্জন করিয়েছে। হুরের এবারের ঈদ কালেকশনে ঐতিহ্য এবং আধুনিকতার অনবদ্য সংমিশ্রণে উৎসবকে করে তুলুন আরও স্মরণীয়।
ফুলের নকশা : হুরের ফুলের নকশায় রয়েছে সূক্ষ্ম লেইস এবং কোমল প্যাস্টেল রঙের সমন্বয়ে গঠিত। পোশাকের ডিজাইনে প্রাচীন আকর্ষণ ও সমসাময়িক নান্দনিকতার মেলবন্ধন ঘটেছে। এ ছাড়া নকশিকাঁথা ও জামদানি শিল্পের ঐতিহ্যবাহী মোটিফগুলোকে আধুনিক সেলাই কৌশল ও লেইস-এমব্রয়ডারির সঙ্গে মিশিয়ে প্রতিটি পোশাক আকষর্ণীয় করে তুলেছে। কোমল প্যাস্টেল শেড এবং উজ্জ্বল, প্রাণবন্ত রঙের ব্যবহার ডিজাইনগুলোতে একটি সতেজ, আধুনিক আবেদন যোগ করেছে। যা সমসাময়িক ফ্যাশনে ঐতিহ্যের ছোঁয়া এনেছে। এ ফিউশনটি নস্টালজিক এবং আধুনিকতা উভয় অনুভূতির নান্দনিকতা উপস্থাপন করে।
হুর ফ্ল্যাগশিপ স্টোর : ২৪, ২৫, ৩০ এবং ৩২।
ইস্টকোর্ট, লেভেল-১, জোন ডি, যমুনা ফিউচার পার্ক।
web site: www.hoor.com
এ ছাড়া ধানমন্ডিতে নতুন শো-রুম উদ্বোধন হতে যাচ্ছে।