
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৫ এএম

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
ঈদের আনন্দকে বাড়িয়ে তুলতে ছেলেদের প্রথম পছন্দ থাকে পাঞ্জাবি। ফ্যাশন সচেতন মানুষেরা ঈদের রং ছড়ায় পাঞ্জাবি দিয়ে। এবারের ঈদে বাহারি ডিজাইনের পাঞ্জাবি নিয়ে এসেছে ‘বালুচর’। মূলত পাঞ্জাবিতে দেশীয় সংস্কৃতির সঙ্গে পাশ্চাত্য হাল ফ্যাশনের ফিউশন ঘটিয়ে তৈরি করছে নিজস্ব ধারা। তাতে থাকছে কাট ও প্যাটার্নে বৈচিত্র্য। ফ্যাশনিস্তাদের কাছে যা দ্রুততম সময়ে সমাদৃত হয়েছে। পণ্যসম্ভারে রয়েছে পাঞ্জাবি, কুর্তা, পায়জামা, কটি, ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। রেগুলার, স্লিম ও ফিট উভয় ধরনের পাঞ্জাবির সংগ্রহ রয়েছে। আছে এক্সক্লুসিভ পাঞ্জাবিও।