মুভমেন্ট শিরোনামে ঈদ কালেকশন আনুষ্ঠানিকভাবে লঞ্চ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড লা রিভ। এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসেও যুক্ত হয়েছে অভিজাত পার্টি পোশাকের নজরকাড়া সব ডিজাইন। পুরো পরিবারের সবার জন্য ম্যাচিং ফ্যামিলি কম্বো, বাবা-মা, মা-মেয়ের ম্যাচিং মিনি-মি ডিজাইন থেকে শুরু করে নারী, পুরুষ, টিন, কিড ও নিউবর্ন-সব বয়সের সবার জন্যই ঈদের সবচেয়ে ট্রেন্ডি স্টাইল যোগ হয়েছে ঈদ কালেকশনে। লা রিভের প্রধান নির্বাহী পরিচালক মন্নুজান নার্গিস বলেন, ‘ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে ওঠে যখন তা পরিবার ও প্রিয়জনের সঙ্গে শেয়ার করা হয়। এ ঈদে পরিবার ও প্রিয় সম্পর্কের সঙ্গে যুক্ত থাকতে আপনার সব ‘মুভমেন্ট’ বা পদক্ষেপে ইতিবাচকতা যোগ করবে লা রিভের ঈদ কালেকশন। প্রিন্টস্টোরিতে প্রাধান্য পেয়েছে অভিজাত ঝারোখা প্রিন্ট যার ইন্সপিরেশন মোঘল-ধাঁচের কারু কাজ। একই সঙ্গে আমরা এথনিক মান্দালা প্রিন্ট ব্যবহার করেছি। নেচারের বিভিন্ন এলিমেন্ট যেমন-পদ্ম, শাপলা, সিউইডের মোটিফ চোখে পড়বে এবার। লিনিয়েজ, ডিটসি ডিউড্রপ, ফগড্ ফোকাস, ক্যান্ডি রিপল, জয়ফুল এক্সপ্রেশন বা জোই’র মতো ট্রেন্ডি প্রিন্টগুলোও এ বছরের ঈদ কালেকশনে দেখা যাবে। লা রিভ ঈদ কালেকশন ইতোমধ্যে পৌঁছে গেছে ঢাকাসহ, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়নমনসিংহ, বরিশাল, খুলনা ও সিলেটের সব স্টোরে। www.facebook.com/lerevecraze