Logo
Logo
×

ঘরে বাইরে

দারাজের রমজান ক্যাম্পেইনে ব্যান্ডেল অফার

Icon

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দারাজ বাংলাদেশ নিয়ে এসেছে ‘৩.৩ রমজান ক্যাম্পেইন’, যেখানে থাকছে বাছাই করা পণ্যের ওপর ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, এক্সক্লুসিভ ফ্ল্যাশ সেল, চয়েস ব্যান্ডেল এবং ফ্রি ডেলিভারি। ৯ মার্চ ২০২৫ পর্যন্ত চলবে এ মেগা ক্যাম্পেইন, যা রমজানের সব প্রয়োজনীয় কেনাকাটার জন্য একটি সম্পূর্ণ শপিং ডেস্টিনেশন হয়ে উঠবে, একদম সেরা দামে! ক্যাম্পেইনে থাকছে গ্রসারি, প্যাকেজড ফুড, পানীয়, টয়লেট্রিজ, কসমেটিক্স, ক্লিনিং সাপ্লাইসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিশাল সংগ্রহ। বিশেষ আকর্ষণ হিসাবে থাকছে চয়েস ব্যান্ডেল, যেখানে একসঙ্গে পাওয়া যাবে গুরুত্বপূর্ণ গৃহস্থালি ও লাইফস্টাইল পণ্য। শপিং ফেস্টিভ্যালে আরও থাকছে বোগো (বাই-ওয়ান-গেট-ওয়ান) অফার, নির্দিষ্ট পণ্যে মূল্য ছাড় ও ফ্রি ডেলিভারি। দারাজ বাংলাদেশের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এএইচএম হাসিনুল কুদ্দুস রুশো বলেন, আমাদের মূল লক্ষ্য হলো, সেরা মূল্যে প্রয়োজনীয় পণ্য ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দিয়ে তাদের জীবনকে আরও সহজ করা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম