সময়ের চাহিদার সঙ্গে সমন্বয় করে ‘এলিট লাইফ স্টাইল’ মনোমুগ্ধকরভাবে আউটলেটগুলো সাজিয়েছে।
এলিট লাইফ স্টাইল সীমিত সময়ের ভেতর মানুষের আস্থার জায়গা স্থান করে নিয়ে সাশ্রয়ী মূল্যে আরামদায়ক, আধুনিক, রুচিশীল, মানসম্মত, নান্দনিক সব আউটফিট। ফলে ইতোমধ্যেই ‘এলিট’ গ্রাহকের ভেতর যথেষ্ট সাড়া ফেলেছে। Facebook :www.facebook.com /elitelifestyle2020