Logo
Logo
×

ঘরে বাইরে

আয়োজন

সাজগোজ-এর ‘রেড হট ভ্যালেন্টাইন সেল’

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সাজগোজ-এর ‘রেড হট ভ্যালেন্টাইন সেল’

দেশের অন্যতম বিউটি কেয়ার অনলাইন প্ল্যাটফর্ম ‘সাজগোজ’-এ ভালোবাসা দিবস উপলক্ষ্যে এক্সাইটিং ‘রেড হট ভ্যালেন্টাইন সেল’ ক্যাম্পেইন শুরু করেছে। যা আগামী ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত চলবে। ভালোবাসা দিবসকে আরও আনন্দময় করে তুলতে গ্রাহকরা কেনাকাটায় পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি (নির্দিষ্ট দিনে) এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার জেতার সুবর্ণ সুযোগ। ক্যাম্পেইন চলাকালে পারফিউম, স্কিনকেয়ার ও মেকআপ প্রোডাক্ট এবং গিফট বান্ডেলে ক্রেতারা পাচ্ছেন সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। ক্যাম্পেইনে আরও আছে ‘লাভ স্টোরি কনটেস্ট’, যেখানে অংশ নিলে থাকছে ৫,০০০ টাকা মূল্যের এক্সক্লুসিভ গিফট হ্যাম্পার জেতার সুযোগ। ক্যাপশনে ব্যবহার করতে হবে ‘#LoveShajgoj’ হ্যাশট্যাগ এবং ‘-shop.shajgoj.com’ লিংকটি ট্যাগ করতে হবে। সেরা তিনটি লাভ-স্টোরি’র জন্য থাকছে সাজগোজের পক্ষ থেকে ৫,০০০ টাকা মূল্যের গিফট হ্যাম্পার।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম